মাগুরা প্রতিনিধি: মাগুরায় রোডমার্চে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ। খুলনা বিভাগের রোডমার্চে মাগুরার বিভিন্ন উপজেলা তৃণমূল থেকে বিএনপির নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। সরকারের পদত্যাগের দাবীতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে এ রোডমার্চের উদ্বোধন শেষে প্রায় দুপুরের দিকে মাগুরার মাটিতে প্রবেশ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর নেতৃত্বে ছেড়ে আসা বিএনপি রোডমার্চে উপস্থিত নেতাকর্মীদের মাগুরার আলমখালিতে আসলে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।
মাইক্রোবাস, ট্রাক, ও মোটর সাইকেলের বাহর নিয়ে দুপুরে মাগুরা শহরের ভায়না মোড় অতিক্রম করে। এবং দুপুরে মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় জেলা বিএনপির আহবায়ক আলি আহম্মেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, মির্জা আব্বাস। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, এ্যাডঃ নিতাই রায় চৌধুরী, অমিত হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রোড মার্চটি খুলনার দিকে রওনা হয়।