etcnews
ঢাকাThursday , 14 September 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

দৈনিক যুগান্তর নাচোল প্রতিনিধির মায়ের ইন্তেকাল ও দাফন সম্পন্ন

etcnews
September 14, 2023 6:03 pm
Link Copied!

মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি ও নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক জোহুরুল ইসলাম জহির এর মা, রোকিয়া বেগম (৫০) ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ ভোর ৫:৪০ মিনিটে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে……..রজেউন)
মৃত্যুকালে স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখেন গেছেন।আনুমানিক রাত ১২ টার দিকে অসুস্থ ও স্বাস-প্রসাসের কষ্ট অনুভব করলে ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যান চিকিৎসা নিতে তার পরিবারের লোকজনেরা। চিকিৎসা শেষ ঔষুধ খেয়ে কিছুটা সুস্থাতা অনুভাব করেন। পরে আনুমানিক ভোর ৫ টার দিকে আবার কাশির সাথে ব্লাড উঠে আসলে তার কিছুখন পরেই সেই মৃত্যুর কলে ঢলে পড়েন।
আজ (বৃহস্পতিবার ) সাংবাদিক জোহুরুল ইসলাম এবং তার বড় ভাই তোহুরুল ইসলাম জানান- বিকাল তিনটায় খেসবা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে, খেসবা পারিবারিক গোরস্থান তাকে দাফন করা হয়েছে।
সাংবাদিক জোহরুলের মায়ের ইন্তেকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল- গোমস্তাপুর- ভোলাহাট সাংবাদিক কল্যাণ তহবিলসহ অন্যান্য উপজেলা প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ, নাচোল উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, নাচোল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নাচোল পৌর পরিষদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।