মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলর দৈনিক যুগন্তর প্রতিনিধি এবং বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মোঃ জোহরুর ইসলামের আম্মা মারা গিয়েছে। আজ বৃহপতিবার ভোর ৫.৩০ মিনিটে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি তার স্বামী সহ ৫ সন্তান রেখে গেছেন। তার মাতার বয়স( ৫০) আনুমানিক রাত ১২ টার দিগে তার বেশি ঠান্ডা লেগে স্বাশ প্রসাসের কষ্ট হলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে টিটম্যান করেন ঔষুধ দেই সেই ঔষুধ খেয়ে সুস্থাতা অনুভাব করেন। পরে প্রায় ভোর রাত ৫ টার দিগে আবার কাশির সাথে ব্লাড উঠে আসে তার কিছুখন পরেই সেই না ফেরার দেশে চলে জান। সকলের কাছে দোয়া চান তার সন্তারেরা আল্লাহ যেন তাহাকে জান্নাত বাসি করেন। মৃত ব্যক্তির জানাজার নামাজ নিজ বাসস্থানে খেসবা গ্রামে বেলা ৩ টার সময় পারিবারিক গোরস্তানে তাহাকে দাফান করা হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।