etcnews
ঢাকাMonday , 7 April 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের হাত ভাঙার ঘটনায় বিএনপির ২ কর্মী আটক

etcnews
April 7, 2025 12:19 am
Link Copied!

নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজনের সম্পাদক, কবি ও শিক্ষক সাজেদুর রহমান সেলিমের উপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। এ সময় বেধড়ক পিটিয়ে তার দুই হাত ভেঙে দিয়েছেন তারা। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৬ মার্চ) বিকেলে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুল ওহাব ও আক্কাস আলি। তারা দুইজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে নাটোর সদরের চন্দ্র কলা বাজারে বিএনপির ৮-১০ জন সন্ত্রাসী সাজেদুর রহমান সেলিমকে পিটিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা সেলিমের উপর হামলা চালিয়ে দুই হাত ভেঙে দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় নাটোরের সাংবাদিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা বিক্ষুব্ধ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরই অংশ হিসেবে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সোমবার সকালে নাটোর সদর থানায় এজাহার দায়ের করা হবে।

নাটোর থানার ওসি মাহাবুর রহমান জানান, সেলিমের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।