etcnews
ঢাকাThursday , 3 April 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যেভাবে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে

etcnews
April 3, 2025 12:28 am
Link Copied!

চলতি বছরের জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রায় ২৫০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্তত ২ দশমিক ১ হেক্টর বা ৫ একর ২৭ শতাংশ জমির ওপর থাকা এ স্থাপনাগুলোর মধ্যে শতাব্দীপ্রাচীন একটি মসজিদও ছিল।

গুঁড়িয়ে দেওয়া স্থাপনাগুলো ছিল মধ্যপ্রদেশের ওয়াকফ বোর্ডের অধীন। ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে দান করা সম্পত্তি যা ধর্মীয় বা অন্য মানবহিতৈষী কাজে ব্যবহার করা হয়। এসব সম্পত্তি নির্ধারিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার বা বিক্রি করা যায় না।

উজ্জয়িনীর ওয়াকফ সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে কথিত মহাকাল করিডোর নির্মাণের উদ্দেশ্যে। শহরটির বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের চারদিক ঘিরে একশ কোটি ডলার অর্থায়নে এ প্রকল্পটি নির্মাণ হচ্ছে।

ভারতে ২০ কোটি মুসলমানের আবাস রয়েছে। দেশটিতে বিশাল সংখ্যক এই মুসলমানের আট লাখ ৭২ হাজারের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার জমির পরিমাণ চার লাখ পাঁচ হাজার হেক্টর বা ১০ লাখ একর, যার পরিমাণ বিশ্বের মধ্যে সর্বোচ্চ। প্রতিটি প্রদেশ ও কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের ওয়াকফ বোর্ডগুলো এসব সম্পত্তি তদারক করে।

ভারতের শহুরে ভূমির সর্বোচ্চ মালিকানা যৌথভাবে এ ওয়াকফ বোর্ডগুলোর হাতে। সারা দেশের ভূমির মালিকানায় সামরিক বাহিনী ও রেলওয়ের পরেই ওয়াকফ বোর্ডগুলোর অবস্থান।

বুধবার ভারতীয় পার্লামেন্টে দেশটির প্রচলিত ওয়াকফ আইন সংস্কারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রস্তাবিত এ সংস্কার বিল ওয়াকফ সম্পত্তির ওপর সরকারকে অবাধ নিয়ন্ত্রণের অধিকার দেবে।

মুসলিম সংগঠনগুলো অভিযোগ করেছে, মোদি সরকার পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়কে চাপে রাখার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নিচ্ছে।

কিন্তু একইসঙ্গে বেশ কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী জানাচ্ছেন, উজ্জয়িনীর ঘটনা একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির সঙ্গে জড়িয়ে থাকা অন্য এক সমস্যাকেও নির্দেশ করছে। বছরের পর বছর ওয়াকফ সম্পত্তি নিয়ে অব্যবস্থাপনা ও দখলদারিত্বের পরিস্থিতিকে নতুন সংস্কার আইন আরো বিপর্যয়ের মুখে ফেলতে পারে।

আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ গত ২২ বছর বিজেপির শাসনাধীন ছিল। ২০২৩ সালের ডিসেম্বরে উজ্জয়িনীর বিজেপি রাজনীতিবিদ মোহন যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ২০২৮ সালের কুম্ভ উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ১২ বছর পরপর উজ্জয়িনীর কাছে শিপরা নদীর তীরে এ উৎসবের আয়োজন করা হয়। মহাকালেশ্বর মন্দিরের চারপাশের ওয়াকফ সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার বিষয়টিকে দেখা হচ্ছে কুম্ভ তীর্থযাত্রার জন্য সরকারের জমি অধিগ্রহণের অংশ হিসেবে। প্রত্যাশা করা হচ্ছে, এ উৎসবে লাখ লাখ ভক্ত অংশ নেবেন।

সমালোচকরা অভিযোগ করছেন, এ কাজ করতে গিয়ে কর্তৃপক্ষ ১৯৮৫ সালের এক সরকারি দলিল উপেক্ষা করেছেন, যেখানে এ সম্পত্তিকে ওয়াকফ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ সম্পত্তি অবৈধভাবে জবরদখলও করা হয়েছে। এর ফলে একে আবাসিক সম্পত্তি হিসেবে চিহ্নিত করে গত জানুয়ারিতে পুরো জমির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সরকারের অধিগ্রহণের নথিপত্রেও একে ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। এর অধিগ্রহণের জন্য ওয়াকফ বোর্ড থেকে ‘অনাপত্তি পত্র’ (নো অবজেকশন সার্টিফিকেট) নেওয়ারও সুপারিশ করা হয়। কিন্তু পরে উজ্জয়িনীর জেলা প্রশাসন থেকে আদেশ জারি হয়, ‘সামাজিক স্বার্থে’ কোনো জমি অধিগ্রহণ করলে তার জন্য অনাপত্তি পত্র প্রয়োজন হবে না।

আদালতে এ নিয়ে মামলা করা আইনজীবী সোহাইল খান সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, এটি ওয়াকফ আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

এ বিষয়ে মধ্যপ্রদেশের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও বিজেপি নেতা সানাওয়ার পাতিলকে আলজাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘দল যে আদেশ দেবে আমি তা-ই করব। কেননা আমি দলের কারণেই এখানে রয়েছি।’

১৯৫৪ সালে ভারতের ওয়াকফ আইন অনুসারে এতদিন ওয়াকফ সম্পত্তিগুলো দেশটির মুসলমানরা সরকারের সহায়তা নিয়েই ওয়াকফ বোর্ডের মাধ্যমে তদারকি করতেন।

কিন্তু নতুন করে নরেন্দ্র মোদির ওয়াকফ আইন সংস্কারের খসরা বিলে পুরনো আইনের অন্তত ১৪টি সংশোধনীর সুপারিশ করা হয়। এর মধ্যে ওয়াকফ বোর্ডের সদস্যদের মধ্যে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ রয়েছে।

আম আদমি দলের সংসদ সদস্য সঞ্জয় সিং এ বিষয়ে বলেন, ‘এটি হবে মসজিদ ও দরগার সম্পত্তি গ্রাস করার সূচনা। এর জন্য ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।