একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু নিজেই জুলাই বিপ্লবের গণহত্যার জন্য দায়ী নন, তিনি দেশব্যাপী বিশাল হত্যার মেশিন তৈরি করেছিলেন। সেই মেশিনের প্রতিটি পার্টসের সবাইকে খুঁজে বের করে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে। এ সরকারকে হোক বা আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, তাদেরও বাধ্য করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী জুলাই হিরোদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন, জীবন দিয়েছেন কোনো মন্ত্রী কিংবা উপদেষ্টা হওয়ার জন্য নয়। তারা জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিস্ট শাসনের হাত থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য। এটা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমার দেশ যতদিন চলবে, ততদিন জুলাই বিপ্লবের শহীদদের ভুলতে দেওয়া হবে না। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, শহীদ সাজ্জাত হোসেন সজলের মা শাহীনা বেগম, জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলী আহসান জুনায়েদ, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির মুস্তফা ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের মুখ্য সমন্বয়ক প্রকৌশলী এম ওয়ালি উল্লাহ প্রমুখ।
বুয়েট ভিসি অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জীবদ্দশায় দুটি স্বাধীনতাযুদ্ধ দেখেছি। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তাদের এত বড় গিফট আমাদের স্মরণে রাখতে হবে এবং সেই সঙ্গে এ অর্জন যাতে কোনোভাবেই হারিয়ে না যায়, সেজন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।
তিনি বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, এ ঘটনা আমাদের সর্বদা লজ্জিত করে। তার আত্মত্যাগ যেন কোনোভাবেই হারিয়ে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে।
শহীদ সাজ্জাত হোসেন সজলের মা শাহীনা বেগম তার ছেলে হত্যার বিষয়ে এক আবেগঘন বক্তব্য দেন। এ সময় হলরুমে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তিনি ছেলে সজলসহ জুলাই শহীদদের হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবার এবং আহতদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান দেওয়া হয়।