সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের একটি মসজিদ ভাঙার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটির আনুমানিক বয়স ১০০ বছর হলেও সাম্প্রতিক সময়ে নতুন আরেকটি মসজিদ করায় পুরাতন মসজিদটি ভেঙে ফেলার ষড়যন্ত্র চলছে এবং গত ২৬/০২/২৫ ইং তারিখে মসজিদের দরজা, জানালাসহ ছাঁদের বিভিন্ন অংশে ভেঙে ফেলে। মসজিদটি রাখার জন্য এলাকার লোকজন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর, জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। অভিযোগ করা হচ্ছে যে, মসজিদটি না ভাঙতে পারায় উক্ত প্রভাবশালী জনৈক ব্যক্তিগণ দল-বল নিয়ে আবেদনকারীদের বাসাবাড়িতে হামলা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মসজিদ ভাঙার নেতৃত্বদানকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ ঘটনায় এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীদের ইবাদত পালনে প্রতিনিয়ত বাধা দিচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনাটি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। মসজিদটির সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেছেন, মসজিদটির ভেতরের অংশ ভাঙচুর চালানো হচ্ছে, যা আসলে মসজিদটি দখল করার উদ্দেশ্য হতে পারে। এই পরিস্থিতিতে, এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, মসজিদটি একটি ধর্মীয় স্থাপনা এবং এটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে এবং মসজিদটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।