দেশের বন্যা প্রাকৃতিক নয় বরং রাজনৈতিক দুর্যোগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ফেনী মিজান রোডস্থ সালাম কমিউনিটি সেন্টারে এসব কথা বলেন তিনি।
আলাল বলেন, ‘ভারতের সাথে আমাদের সমঝোতা চুক্তি অনুযায়ী গেট খুলে দেওয়ার আগে সতর্ক বার্তা দেওয়া হতো। কিন্তু এবার বিনা ঘোষণায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং আক্রোশ। এর মাধ্যমে সমগ্র বাংলাদেশকে বিশাল এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত।’
পরে তিনি ত্রাণ সংগ্রহ বুথে পানি ও শুকনা খাবার জমা দেন।
এদিকে ত্রাণ সামগ্রী গ্রহণ ও বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন ফেনী-০১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু।
তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত এক লক্ষ পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। এছাড়া দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অর্থ প্রদান করা হবে।’
এছাড়াও ত্রাণ বুথে শিশুদের জন্য শিশু খাদ্য ও ওষুধ জমা দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
এসময় জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দোকারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।