সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় সব বাহিনীকে দানব বানিয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন বাহিনীগুলো আর কোনো সরকারের হুকুম পালন করবে না। যারা বাহিনী গুলোকে দানব বানিয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে।
অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেয়া হয়েছে। বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। কমিশন হয়ে গেলে সেই নিয়মের পুলিশ চলবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।