etcnews
ঢাকাWednesday , 17 July 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, হামলা করে সরকার পার পাবে না – খেলাফত মজলিস

etcnews
July 17, 2024 11:22 am
Link Copied!

গতকাল ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, গত ১লা জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত। কিন্তু শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী গত রবিবার যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরো ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে গতকাল দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে।

আজও দেশের বিভিন্ন এলাকায় পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালানো হয়। গত দু’দিনে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ চট্টগ্রামে ২ জন ও রংপুরে ১ জন মেধাবী শিক্ষার্থী নিহত হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্র হত্যার বিচার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, হামলা করে সরকার কোনভাবেই পার পাবে না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।