etcnews
ঢাকাFriday , 29 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় ৪ সরকারী প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ইসিতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

etcnews
December 29, 2023 3:55 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিরুদ্ধে ঈগল প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য প্রদান সহ সাধারণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে ভোট দিতে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। উপজেলার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. হাবিবুর রহমান দলীয় কার্যালয়ে এ নিয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে দপ্তর থেকে সহকারী রিটার্নিং অফিসার, কলাপাড়া কে শুক্রবার বিকেলে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল শিকদার, পূর্ব টিয়াখালী মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন, উত্তর টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু শরীফ এবং উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল শরীফ। এদের বিরুদ্ধে ঈগল প্রতীকের উঠান বৈঠক, পথসভায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য প্রদান সহ বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের সাধারণ ভোটারদের ভোট না দিতে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী সহকারী রিটার্নিং অফিসারের কাছে ৪ সরকারি প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করেছেন।

কলাপাড়া সহকারীর রিটার্নিং অফিসার ও কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরকারি শিক্ষকদের চাকুরি বিধিমালা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।