মাগুরা প্রতিনিধি।। মাগুরায় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার মাগুরার সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে এ সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশে শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হন বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান এ সময় তিনি আচরণ বিধি মেনে ভোট চাইলেন না সকলের আশীর্বাদ চাইলেন।
আরো উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মল নির্মল চ্যাটার্জী,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার,ক্রিকেটার সাকিব আল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল প্রমূখ।
এ সময় মাগুরার বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের সকলকে শুভেচ্ছা জানান মাগুরা-১আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান,ও মাগুরা-২আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার।