দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়ালীর দুমকিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র/কম্বল বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব দুমকির উদ্যোগে হলরুমে উপজেলার নিম্ম আয়ের রিস্কাচালক ও অটোবাইক চালকসহ ছিন্নমূল শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাব দুমকির নবনির্বাচিত সভাপতি মোঃ হারুণ অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ কার্য্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শ্রীরামপুর, আঙ্গারিয়া ও লেবুখালী ইউনিয়নের ১৭টি শীতার্ত পরিবারকে একটি করে কম্বল প্রদান করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের সহায়তা দিতে প্রেসক্লাব দুমকির এ ক্ষুদ্র আয়োজনে শরীক হতে আহবান জানানো হয়েছে।
#
মোঃ জসিম উদ্দিন
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
২৯/১২/২৩।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।