কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: শান্তি প্রিয় মানুষ শান্তির পথে থেকে দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসনে নৌকার পক্ষে ভোট দিবে। গত ৫ বছর এ আসনের শান্তিপ্রিয় মানুষ নির্বিঘ্নে রাত কাটিয়েছে। সকল ধরনের সন্ত্রাস ও শালিস বানিজ্য বন্ধে অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাই এবারের নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে সাধারন মানুষ শান্তির পক্ষে থাকবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। উঠান বৈঠকে শত শত মানুষের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্ভবনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ তারা। উঠান বৈঠকে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব’র সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর মেয়রের সহধর্মিণী কল্পনা রানী, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি কিরন সুমন মিত্র, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক সুমনসহ আরো অনেকে। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।