মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মুন্সির টেক এলাকায় ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। রবিবার(২৪ ডিসেম্বর) রাতে কালিয়াকৈর উপজেলার র্পূব চান্দরা মুন্সির টেক এলাকার শওকত এর ভাড়া বাড়ির তৃতীয় তলার কক্ষে এ ঘটনা ঘটে । নিহত বৃদ্ধ হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বেউর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোজাফফর হোসেন অনু (৬০)।
অভিযুক্ত ঘাতক ছেলে সোহেল রানা (২৭)। সে শওকত হোসেনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থেকে স্থানীয় এপেক্স লেঞ্জারি কারখানায় ডাইং সেকশনে চাকরি করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, সেজো ছেলে সোহেল এর বাসায় ১৫ দিন আগে বেড়াতে এসে ছেলের হাতেই খুন হলো বাবা। গতকাল রাতে ভাড়া বাসার তৃতীয় তলায় দরজা বন্ধ করে তার বাবাকে রড দিয়ে পিটিয়ে ও দা দিয়া এলোপাতারী কুপিয়ে আহত করে। এসময় মোজাফ্ফর ডাকচিৎকার স্থানীয়রা আসামাত্রই ঘাতক সোহেল পালিয়ে যায়। মুর্মুষ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসাপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের মেজো ছেলে আপেল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত ) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আপেল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।