কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ মহিবুর রহমান মহিবকে বিজয়ী করতে বদ্ধপরিকর কলাপাড়া উপজেলার নৌকার কর্মী ও সমর্থকরা। এ প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে নিয়মিত চলছে উঠান বৈঠক ও ভোট প্রার্থনার কর্মসূচি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের আকন বাড়িতে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাঈদুর রহমান সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী’র সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য মো. রহমান তালুকদার, মহিলা আ.লীগের সদস্য সালমা কবির, কুয়াকাটা খানানাবাদ কলেজের প্রভাষক মো. সিদ্দিকুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরসহ আরো অনেকে। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারন মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।