কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী ও মহিপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের জনসভায় উচ্ছ্বাসিত জনতার ঢল দেখা গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিয়া মো. চান খাঁ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লাসহ আরো অনেকে। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ জনতা, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তারা নৌকার বিপক্ষে নয় বরং নৌকায় একজন দস্যু ঢুকেছে, তাকে অপসারণ করতেই তাদের অবস্থান। আগামী ৭ তারিখ ভোটের দিন ঈগল মার্কায় ভোট দিয়ে নৌকাকে দখলমুক্ত করার জন্য ভোটারদের প্রতি তারা আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্যেশে তারা আরো বলেন, গত ৫ বছরে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের এমন একজন অভিভাবক দরকার যিনি আওয়ামীলীগকে বাচিঁয়ে রাখবে। জনসভা শেষে শুভেচ্ছা মিছিল করা হয়।
এদিকে, ওই একই সময় ও স্থানে আওয়ামীলীগের নৌকা মার্কার জনসভা অনুষ্ঠিত হয়। এতে যে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে কলাপাড়া উপজেলা ও থানা পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে দেখা গেছে।