মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনের১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান,উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাইমিয়া,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাগর সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা অবমুক্ত,বেলুন উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। সেখানে কুচকাওয়াজ শরীরচর্চা প্রদর্শনী আয়োজন করা হয়। এতে উপজেলা পুলিশ,আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.আবু আব্দুল্লাহেল কাফি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,থানা অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, আমিনুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জি,এম,শওকত বিপ্লব রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইমিয়া ,বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ তিলাম হোসেন,বীর মুক্তিযোদ্বা মোঃ জাফর সাদিক ,মোঃ হারুনু-অর- রশীদ,রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে ৫-জন শহীদ পরিবারের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং রাতে পরিষদ শহীদ মিনার বেদিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।