কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে (১৬ ডিসেম্বর) উপলক্ষে উপজেলার গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন প্রমূখ।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।