কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রাতুষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৭ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের মোড়ালিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঠ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি মোজাহার উদ্দিন কলেজ মাঠে শেষ হয়। সেখানে কলাপাড়া থানা পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব, সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান ও প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, জাতিয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যম কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।