মাগুরা প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মধুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ভবেশ চন্দ্র বিশ্বাসের কন্যা সঙ্গীতা বিশ্বাস।গত সোমবার ওবায়দুল কাদের এমপি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এ কমিটির অনুমোদন দিয়েছেন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটিতে সদস্য পদ পাওয়ায় সঙ্গীতা বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি শিক্ষা জীবনে স্টেট ইউনিভার্সিটি ওফ বাংলাদেশ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রী ঢাকা,বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে মহান পেশা শিক্ষকতায় নিয়োজিত আছেন। এছাড়া স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।