মাগুরা প্রতিনিধি: মাগুরায় শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
সূত্র জানায়,গত রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার এস আই মোঃ লিটন গাজী ও এ এস আই লিটন হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আড়পাড়া এসবি ফিলিং স্টেশনের সামনে থেকে দেলোয়ার হোসেন (২৫) পিতা- মৃত আঃ বারেক ব্যাপারী সাং-বেলছড়ি, থানা দীঘিনালা-খাগড়াছড়ি ও মুরাদ বিশ্বাস (১৯),পিতা- খবির বিশ্বাস সাং-জগদাল থানা-মাগুরাকে আটক করে। এসময় আটক মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশি চালিয়ে ব্যাগের মধ্যে রাখা ৫-কেজি ১০-গ্রাম গাঁজ উদ্ধার করে পুলিশ। এবং তাদের কে হাতেনাতে পুলিশ আটক করে। এ ঘটনায় শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক আসামিদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।