etcnews
ঢাকাFriday , 3 November 2023
  1. ইসলাম
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. সর্বশেষ
  10. সারাদেশ

খোন্দকার মোশতাকের মন্ত্রী সভায় যোগদান না করায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

etcnews
November 3, 2023 7:07 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
বিশ্বাসঘাতক খোন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রী সভায় যোগদান না করায় ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এএইচএম
কামরুজ্জামান ও ক্যাপ্তেন মনসুর আলীকে গুলি করে হত্যা করা হয়।
জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যারা ৭১সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছে । যারা আমাদের বিরুদ্ধে সপ্তম নৌবহর প্রেরণ করেছিল তাদের মদদে বিএনপি জামাত জুট অগ্নিসন্ত্রাস ও ভাংচুরের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা লুটতে চায়।

বিএনপি জামাত জুটের ডাকা অবরোধে অগ্নিসন্ত্রাস ও ভাংচুর প্রতিরাধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। উপজেলার চন্দ্রাস্থ আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা
ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:মুরাদ কবরি,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক
মো:রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসন জয়, জেলা আওয়ামীলীগের সদস্য মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন শামিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান প্রমূখ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।