রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাইদ হাসানের নিজ জমি থেকে ১২টা বাঁশ কেটে নিয়ে যায় স্থানীয় মোস্তফা মিয়া (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগম। ভুক্তভোগী সেই প্রতিবাদ করায় তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে মোস্তফা মিয়া ও তার স্ত্রী। এ ঘটনায় গত শনিবার (২১ অক্টোবর) পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক সাইদ হাসান মিয়া।
ভুক্তভোগী সাঈদ হাসান মিয়া একই গ্রামের মৃত মহিউদ্দিন এর ছেলে ও অভিযুক্ত ব্যক্তি মিয়াপাড়া গ্রামের মৃত রওশন আলী মিয়ার ছেলে মোস্তফা মিয়া।
সাইদ হাসান মিয়া বলেন, মোস্তফা মিয়ার সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরত চলে আসছে সেই জেরে গত এক সপ্তাহ আগে আমার নিজ জমি থেকে তারা জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যায়। আমরা এর প্রতিবাদ করায় আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এবং আমার বাড়ির পাশে কিছু জমি আছে যা মোস্তফা মিয়ার সাথে শরিকানা সেগুলো স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরকারি আমিন দ্বারা মেপে খুঁটি গেড়ে দেওয়া হয়। পরে মোস্তফা মিয়া সেই খুঁটি তুলে ফেলে দেয় এবং বলে আমি এই মাপ মানি না।
সাইদ হাসান মিয়া আরো বলেন আমি ও আমার স্ত্রী সুলতানা ইয়াসমিন নিরুপায় হয়ে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা মিয়া ও তার স্ত্রীর কাছে বাঁশ কাটা ও প্রাণনাশের হুমকির বিষয়গুলো জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেছেন।
পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর (সেকেন্ড অফিসার) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।