মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ সিকান্দার আলী অত্র ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তার নিজের অর্থায়নে দরিদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য প্রতিটি মন্দির কমিটির হাতে বস্ত্র শাড়ী ও লুঙ্গী তুলে দেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাধন পাল,বিভিন্ন ওয়ার্ডের মেম্বর বৃন্দ সহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী জানান,,এবছর ১৬টি দুর্গা পূজার মন্দির মিটির হাতে ব্যক্তিগত ভাবে বস্ত্র শাড়ী ও লুঙ্গী উপহার হিসাবে বিতরণ করেছেন।