কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভায়রা ঝি’কে বাঁচাতে গেলে খালু স্বপন শেখ (৪০) সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়েছে। এসময় স্থানীয় চৌকিদার খলিল হাওলাদারকেও আহত করেছে সন্ত্রাসীরা। জমিসংক্রান্ত জের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ করেন আহত স্বপন শেখ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলীর বাধঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযোগকারী স্বপন শেখ জানান।
হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুতলী বাধঘাট গ্রামের স্থানীয় চৌকিদার খলিল হাওলাদারের সাথে একই গ্রামের নাইম গংদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ ছিলো। এ বিরোধের জের ধরে নাইম ও তার সঙ্গীরা একাধিকবার তাদের ক্ষতি করার চেষ্টা করে। ঘটনার দিন খলিল হাওলাদারের মেয়ে মালা বেগম স্বামী বাড়ি থেকে তার বাবার বাড়ি আসছিলো। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা স্থানীয় নাইম ও তার সন্ত্রাসী বাহিনী মালা বেগমের পথ রোধ করে তার সাথে অশালিন আচরন করে। সন্ত্রাসীরা তাকে মারধর ও টানাহেচড়া করে তার পড়নের স্যালোয়ার কামিজ ছিঁড়ে শিলতাহানীর চেষ্টা করে। মালা বেগমের ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তার খালু স্বপন শেখের উপরে চড়াও হয়। এসময় তারা দেশীয় অ¯্র দিয়ে স্বপন শেখের মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম ও গুরুত্বর আহত করে। মেয়ে মালা বেগম ও ভায়রা স্বপন শেখের ডাকচিৎকারে খলিল হাওলাদার এগিয়ে আসলে তার উপরেও সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসী হামলায় তার বাম হাত ও ডান চোখে গুরুত্বর আঘাত ও জখম হয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা মালা বেগমের সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে যায়। পরে স্থানীয়রা তাদের গুরুত্বর আহত ও মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।