মাগুরা প্রতিনিধি: মাগুরায় শারদীয় দুর্গা উৎসবে কেন্দ্রীয় কালী বাড়ির পক্ষ থেকে দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। চার শতাধিক শাড়ী বিতরণ করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, সরকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, মাগুরা কালী বাড়ীর সাধারণ সম্পাদক মোহন লাল রায় খোকন ঠাকুর, সহ- সভাপতি শিব প্রসাদ ভট্টাচার্য, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে জেলার ভৈরবী সংগীত নিকেতনের স্থানীয় শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশন ও নৃত্য করে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।