শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৮ অক্টোবর বিকেল ৪.৩০ টায় হারতা ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত এস আই তরুন কুমার,এএসআই মোঃ আল-মামুন সহ সঙ্গীয় পুলিশ প্রশাসন একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময়ে হারতা ইউনিয়নের কাজীবাড়ি গ্রামের বাবু সুধীর চন্দ্র মন্ডল এর ছেলে দুধর্ষ মাদক ব্যবসায়ি ও একাধিক মাদক দ্রব্য মামলার আসামি সুশীল চন্দ্র মন্ডল(৩৫)এর নিকট ১২৫(একশত পঁচিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন।উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান যে দুধর্ষ মাদক ব্যবসায়ী সুশীল চন্দ্র মন্ডলকে এর পূর্বে আমরা মাদক দ্রব্য সহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করতে সক্ষম হই।এর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তিনি আরো জানান যে আমাদের এ অভিযান চলমান এবং সর্বনাশা মাদক দ্রব্য থেকে দেশ ও যুব সমাজকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।