শফিক ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উজিরপুর মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বুধবার বিকেল ৫ টায় উজিরপুর মডেল থানার অফিস কার্যালয়ে উজিরপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ।এসময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাবেক সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন শরীফ,সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোঃ খবির উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরদা, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, এসআই মেহেদী হাসান মিলন, সদস্য মোঃ মাসুদ হাওলাদার, বি.এম রবিউল ইসলাম, হৃদয় আহমেদ, মাহাবুবুর রহমান, তালহা জাহিদ, আসাদুজ্জামান সোহাগ,নুরুল ইসলাম আসাদ, মোঃ লালন ফকির, বাবুল সিকদার, বাহার উদ্দিন বাহার, বাদল হাওলাদার, শাওন চক্রবর্তী, মফিজুর রহমান তালুকদারসহ অনেকে। এসময় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ বলেন সাংবাদিক বান্ধব পুলিশ ও পুলিশ বান্ধব সাংবাদিক তা মেনে একসাথে কাজ করতে হবে। উজিরপুর উপজেলাকে মাদক মূক্ত ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং বর্তমান সময়ের সকল অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান
করেন সকল সাংবাদিক বৃদ্ধদের।