দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পদ্মা সেতুসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চলমান উন্নয়ন কর্মকান্ডের উদ্বৃতিসমূহ দিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহাসচিব ও মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন,’ দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এসব উন্নয়নের জন্য দক্ষিনাঞ্চলবাসীর পক্ষথেকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গতকাল বুধবার দুপুর ১২টায় পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন আবু মিয়ার নিজ বাড়ির মাদ্রাসা মাঠে তার জানাজাপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় দু’সহাস্ত্রাধিক মুসল্লি জনতার সামনে দোয়া চাইতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মরহুমের নামাজে জানাজায় অংশ নিতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তার পৈত্রিক নিবাস বাহেরচর অবতরণ করেন। জানাজা শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথ একটা মতবিনিময় সভায় অংশ নেন।