etcnews
ঢাকাTuesday , 17 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

etcnews
October 17, 2023 5:51 pm
Link Copied!

জাহিদ শিকদার, বাউফল প্রতিনিধি:
মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ৬ষ্ট দিনে পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযানকালে তাদের আটক করা হয়।
এ সময় ১টি ইঞ্জিন বিহীন নৌকাসহ ১লক্ষ টাকা মূল্যের ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বাউফল উপজেলার ধুলিয়া গ্রামের আলী আকববর সরদার এর ছেলে হাসান (২৩) ও মোবারক আলীর ছেলে আজাদ হাওলাদার (৩২) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষ ও এতিম খানায় জব্দকৃত ইলিশ মাছ বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।