etcnews
ঢাকাMonday , 16 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবীর হোসেন’র শাহাদৎ বার্ষিকী

etcnews
October 16, 2023 5:32 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে ১৯৭১ সনে মহান ১৬ অক্টোবর এই দিনে নহাটা ইউনিয়নের জয়রামপুর যুদ্ধে পাকবাহিনীর ফায়ারে বুলেট বৃদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন আবীর হোসেন। মাত্র ১৬ বছর বয়সে স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন করতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। দেশের পক্ষে যুদ্ধ করতে গিয়ে পাক সৈন্যদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ চলাকালীন তিনি শহীদ হন। মহম্মদপুর উপজেলা থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে যুদ্ধ স্থান নহাটার- জয়রামপুর। জয়রামপুরে তিনি যেখানে শহীদ হন ওই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেনের স্মরণে উপজেলার কাশিপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সদরে শহীদ আবীর পাঠাগারের নামকরণ করা হয়। সে উপজেলার কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৃত মুনছুর মোল্লা। এদিকে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।