মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর সদরে ব্রাক অফিসের সামনে সড়কে রবিবার দুপুরে পুলিশের টি আই গুঞ্জনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন চেকিং ডিউটি চলাকালীন সময়ে পুলিশ দেখে মোটরসাইকেল ও ব্যাগ ফেলে পালিয়েছে চালক ও এক আরোহী মাদক কারবারি। স্থানীয়রা জানান,,এসময় বুলু রং এর একটি ব্যাগে রাখা ৯৪ বোতল ফেনসিডিল ও একটি ১৫০ সি সি টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল যার নম্বর ফরিদপুর-ল ১১-৮২৪৪ একটি মোবাইল ফোন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এবং জব্দ করে পুলিশ। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।