মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরে অগ্নিকান্ডে সখিনা বেগম (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে,,মৃত বৃদ্ধা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চাপাদাহ গ্রামের কাফী প্রামানিকের স্ত্রী এবং সোনাইকুন্ডি গ্রামের সেলিম শেখের শাশুড়ি দীর্ঘদিন ধরে জামাই বাড়িতে বসবাস করতেন। ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে বাইরে বের হওয়ার সময় গ্যাস লাইনের আগুন জ্বালালে আগুন হঠাৎ করে মশারিতে ধরে যায় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকালে তার মৃত্যু হয়।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।