সৈয়দ সাজন আহমেদ রাজুঃ ভ্যানচালক সেজে আসামি ধরলে এসআই জাহাঙ্গীর গত ১৪ অক্টোবর দিনব্যাপী ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় এবং ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করলেন এস আই জাহাঙ্গীর আলম।
গত ১৪ অক্টোবর সকালে আশুলিয়া থানায় এলাকায় অভিযান করে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ আরিফ পিতা দানেস আলী গ্রাম -ঝোপনা,মুশদ্দি থানা -ধনবাড়ী জেলা টাঙ্গাইলকে ঢাকা আশুলিয়া থানা দিন শ্রীপুর এলাকা হইতে ভ্যানচালক সেজে অভিনব কায়দায় সঙ্গীয় ফোর্সের সহায়তা গ্রেফতার করতে সক্ষম হয় । একই দিনে ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক, চুরি, এবং বিস্ফোরক মামলার ছয়টি ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জুয়েল রানা পিতা -তারা পাগলা গ্রাম- পাইস্কা , তারা পাগলার মোড়, থানা ধনবাড়ী জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করেন এস৷ আই জাহাঙ্গীর আলম।
আসামি দ্বয় দীর্ঘ ১৫ বছর যাবত আশুলিয়া এবং ময়মনসিংহ এলাকায় আত্মগোপন করে থাকত। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিনব কায়দায় উল্লেখিত আসামিদের গ্রেপ্তার করেন তিনি।
ইতিপূর্বে ও তিনি ৩০ বছর যাবত পলাতক থাকা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে পঞ্চগড় জেলার তেতুলিয়া থেকে গ্রেফতার করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক এসআই হিসেবে পরিচিত এসআই জাহাঙ্গীর আলমের পুলিশিং কার্যক্রমে ধনবাড়ী উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ তার প্রতি অত্যন্ত খুশি। এস আই জাহাঙ্গীর আলমের দায়িত্বপ্রাপ্ত বিট এলাকা মুশুদ্দি ইউনিয়নে বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে চুরি, ছিনতাই, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে সচেতন করায় প্রশংসিত হয়েছেন।
এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন বলেন, এস আই জাহাঙ্গীর আলম একজন চৌকস মানবিক পুলিশ অফিসার। থানায় কর্মরত অন্যান্য অফিসারদের সম্মিলিত প্রচেষ্টায় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তায় বর্তমানে অন্যান্য সময়ের তুলনায় ধনবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।