etcnews
ঢাকাFriday , 13 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়া মহল্লাপাড়া আবাসনের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন অনুষ্ঠিত

etcnews
October 13, 2023 1:14 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া ২ নং পূর্নবাসন আবাসনের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবাসনের চারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েএ ভোট গ্রহন পদ্ধতি চলবে। আবাসনে বসবাসকারী ৬’শ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ব্যবস্থাপনা কমিটি’র ১৫ টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারন সম্পাদক এ ৩ টি পদে মোট ৮ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহন করছেন। এদের মধ্যে সভাপতি পদে আনারস মার্কার প্রার্থী মো. আ: আউয়াল হাওলাদার ও সাধারন সম্পাদক পদে মোড়ক মার্কার প্রার্থী মো. রেজাউল মৃধা ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে তাদের ভোটার ও সমর্থকরা দাবী করেন। বাকী পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন।
সরেজমিনে জানা যায়, পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের বসবাসের জন্য বিভিন্ন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। মহল্লাপাড়ার এ আবাসনে ৬’শ পরিবারের বসবাসের জন্য ৬’শ ঘর, ৩ টি বড় বড় পুকুর, ১ টি মসজিদ, ১ টি প্রাইমারী বিদ্যালয় ও ১ টি মার্কেট রয়েছে। এসকল পরিবারের সুবিধ-অসুবিধা ও বিভিন্ন সমস্যা দেখভালের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। যে কমিটি তাদের সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
আবাসনের ভোটার রবিউল বলেন, এই প্রথমবার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই আমরা নির্বাচিত করতে চাই।
আনারস মার্কার সভাপতি পদ প্রার্থী মো. আ: আউয়াল বলেন, নির্বাচনে বিজয়ী হলে সকলকে একত্রিত করে কাজ করতে চান। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে তিনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান।
সাধারন সম্পাদক পদে মোড়ক মার্কার প্রার্থী মো. রেজাউল মৃধা বলেন, তিনি বিজয়ী হলে আবাসনের যেসকল সমস্যা রয়েছে তা দূর করে আবাসনটি সম্পূর্ন মাদক মুক্ত করার চেষ্টা করবেন বলে জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।