রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
এ সময় প্রধান অতিথি ও প্রধান বক্তা সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির পর পর দু’টি নির্বাচনের ট্রেন মিস করেছে। এবার ট্রেন মিস করলে তাদের অস্তিত্ব কৃষকদের পাওয়া যাবে না।
পরে সবার সম্মতিক্রমে রামকান্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে জুয়েল রানা ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ মানিক শেখকে নির্বাচিত করা হয়।