etcnews
ঢাকাWednesday , 11 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

রাঙ্গাবালীতে আগুন, সাতটি দোকান পুড়ে ছাই

etcnews
October 11, 2023 9:14 am
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার ০৩ নং ওয়ার্ডের নিজহাওলা গ্রামের খালঘোড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত দোকান পুড়ে অন্তত ১২ -১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১১ অক্টোবর ) রাত ১২ঃ৩০ মিনিটের সময় ২টি ঔষধের দেকান,২টি সেলুন,১টি চা – ইলেকট্রনিক দোকান, ১টি পান-সুপারির দোকান ও ১টি ফলের আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়।
এতে পাঁচ জন ঘর মালিক রয়েছেন তারা হলেন, গোবিন্দ চন্দ্র শীল, বিমল চন্দ্র শীল,সুনিল চন্দ্র শীল,আবুল কালাম হাওলাদার (কালা বেপারী) ও মোঃ মজিবর হাওলাদার (মজিবর বিডিআর)।
স্থানীয়রা জানান, রাতে সহিদ প্যাদার চা ও ইলেক্ট্রনিকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের আগুনের লেলিহান ও লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও রাঙ্গাবালী থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। আগুনে সাতটি দোকানের থাকা মালামাল পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান বলেন,আমি সকালে ভিজিট করতে গিয়েছিলাম। ওখানে থাকা সাতটি দোকানই পড়ে ছাই হয়ে গেছে।তবে কিভাবে আগুনের সূত্র পাত তা জানা যায়নি। স্থানীয় লোকদের ধারণা বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণেই এ ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হবে বলে আমি ধারণা করছি।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন,আমি রাতে খবর পেয়ে পুরো থানার টিম নিয়ে ঘটনা স্থানে চলে যাই। এবং আগুন নিভাতে নেমে পড়ি। স্থানীয় লোকজনসহ আমার পুরো টিম কাজ করেও আগুন নিভাতে সক্ষম হয়নি।মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ায় দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে আমার ধারনা।কিভাবে আগুন লেগেছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।স্থানীয়দের ধারণা শর্ট সার্কি আগুনের সূত্রপাত হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।