etcnews
ঢাকাThursday , 5 October 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা

etcnews
October 5, 2023 12:05 pm
Link Copied!

জাহিদ শিকদার, বাউফল প্রতিনিধি: আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে স্টেকহোল্ডারদের সাথে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার, উপজেলা কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রতিক কুমার কুন্ড, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার , বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নিরু মিয়া, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক এবিএম মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং মতামত প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বিআরডিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, নদী তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নৌ-পুলিশ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।