মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদ চত্বরে চিত্রকলাখচিত ‘বাংলাদেশের অভ্যুদয়’ নামীয় ম্যুরাল এর শুভ উদ্বোধন করা হয়েছে। চিত্রকর্মটিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭২ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে লাল সবুজের জাতীয় পতাকা অর্জনের পটভূমি ফুটিয়ে তোলা হয়েছে । গত বুধবার বিকালে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ম্যুরাল উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম রাজু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমূখ।
উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিনের
সহযোগিতায় নির্মিত এ ম্যুরালের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ।