মাগুরা প্রতিনিধি: জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার মফস্বল সম্পাদক এস, এম, হাবিবুর রহমান মহব্বত এর ছোট ভাই মো. মনিরুজ্জামান মায়াব ( ২৬) রোববার গভীর রাতে মাগুরার শ্রীপুরে রায়নগর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন । মৃত্যুকালে তিনি মা, ৫ ভাই, ২ বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি ব্যবসা করতেন ।
জানাগেছে , মায়াব গত কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলেন।
রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ওই রাতে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।
রায়নগর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে রবিবার দুপুরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রায়নগর পূর্বপাড়া সম্মিলিত কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।