কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত জের নিয়ে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন মো. ফারুক তালুকদার (৪২) ও তছলিম তালুকদার (৫০)। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের উন্নত সিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
আহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদের নামে ওয়াকফ জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিলো। বিষয়টি নিয়ে বিরোধী পক্ষ আদালতে মামলাও করেছিলো। তবে, আদালতের রায় মসজিদ কমিটি’র পক্ষে আসে। এছাড়া স্থানীয় শালিস বৈঠকেও মসিজিদ কমিটিকে ওই জমি চাষাবাদ করতে বলা হয়। ঘটনার দিন মসজিদ কমিটি ও স্থানীয় মুসুল্লিরা ওই জমি চাষাবাদ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাফ আলী, কুদ্দুস, মনির ও শহিদ খানসহ প্রায় ৪০-৪৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মসজিদ কমিটি ও মুসুল্লিদের প্রায় ৩-৪ জন লোক আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ফারুক ও তছলিম তালুকদারকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।