কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জি: মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তন হল রুমে স্মরন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি সামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, প্রেসক্লাবের সদস্য জীবন কুমার মন্ডল, জসিম পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সভাপতি এইচ.আর মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সহ-সভাপতি মো. ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন আল আহসান প্রমুখ। এছাড়া কলাপাড়া প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, রিপোর্টার্স ইউনিটি’র সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ও সাংবাদিক গৌতম হাওলদারসহ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিন্টু। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র অর্থ সম্পাদক মো. ফোরকান সিকদার।