বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের সালধা গ্রামের হিমাংশু রায় এর বাড়িতে-৪ দিনব্যাপী হরি মন্দির চত্বরে হরিসভা শুরু হয়েছে । সোমবার বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ হরিসভা এবং অধিবাসের শুভ সূচনা ঘটে । বৃহস্পতিবার ৪-দিনের এই হরিসভার সমাপ্তি ঘটবে । এ- উপলক্ষে আয়োজিত হরিসভায় বুধবার দুপুরে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী কানুতেওয়ারী, সাবেক ইউপি সদস্য অসীম গয়ালী সহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান,, এবারের হরিসভায় পাঁচটি মতুয়া দল অংশগ্রহণ করে। হরিসভা অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সালধা পূর্ব পাড়া মতুয়া সংঘের দলপতি গৌরঙ্গ রায়।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।