সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার’র দিকনির্দেশনায় ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন চাষা নামেক এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার গভীর রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড অপস) তাপস চন্দ্র রায়’র নেতৃত্বে এসআই তীথংকর দাস, এএসআই জামাল উদ্দিন, এএসআই রাজু বিশ্বাস, এএসআই আবু মুছা ও এএসআই মোসলেহ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার গান্ধিছড়া চা বাগান পূর্ব লাইনে অভিযান চালিয়ে আসামি বালিন্দ্র চাষার ছেলে জীবন চাষাকে আটক করা হয়। এসময় আসামির বসতঘরে শয়ন কক্ষের আলনার নিচ হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। যথাযথ আইনি পক্রিয়াতে আসামী জীবন চাষাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।