কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে আব্দুর রাজ্জাক নামে একজন সিকিউরিটি গার্ড মৃত্যু হয়েছে। নিহত হলেন, নওগাঁ জেলার মান্দা থানার নজর আলির ছেলে আব্দুর রাজ্জাক (৬০)এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিণহাটি এলাকায় জয়নাল হোসেনের সাত তলা ভবনের নিরাপত্তা কর্মীর কাজ করতেন আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকাল ১১ টার সময় সাত তলা ভবনের ছাদ থেকে পরে আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।এলাকাবাসী ছাদ থেকে পরে মৃত্যুর বিষয়টি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাসটি উদ্ধার করেন।
ওই ভবনের মালিক জিল্লুর রহমান জানান, আমার ভবনের ছাদ থেকে পড়ে সিকিউরিটি মৃত্যু হয়।কেন ছাদ থেকে পরে মৃত্যু হয়েছে আসলে বুঝতে পারতেছি না।
কালিয়াকৈর থানার (এস আই) জামিনুর রহমান জানান , সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ঘটনাটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা ময়না তদন্তের পর বোঝা যাবে। লাশ টি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।