কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৎস অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত অবৈধ চায়না রিংজালে মঙ্গলবার সকালে অগ্নিসংযোগ করা হয়েছে।
উপজেলা মৎস অফিস সুত্র জানায়, সোমবার অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক মিটিংয়ে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনের বক্তব্যের প্রেক্ষিতে কালিয়াকৈর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে প্রায় একহাজার মিটার চায়না রিংজাল জব্দ করে ৩হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা মৎস কর্মকর্তা আব্দুর রাজ্জাক অফিস স্টাফগণ,থানা পুলিশ,আনসার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত রিংজাল একত্রিত করে মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা চত্বরে অগ্নি সংযোগ করা পুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মুল্যের অবৈধ চায়না রিংজাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।