মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন।
পরে আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বার্ণালী জোয়ারদার রিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মন্ডল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন’- প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।