সৈয়দ সাজন আহমেদ রাজু: গম ও ভুট্টা ফসলের আঞ্চলিক গবেষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৯ জুন ২০২৩ ইং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে।
গম ও ভুট্টা গবেষণা জামালপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ( প্রশাসন ও অর্থ ) ড.মোঃ আবু জামান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক , জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ মনজুরুল কাদির, কৃষক প্রতিনিধি আনসার আলী প্রমুখ। কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।