কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি লিমিটেড এর নির্বাচন। ইতোমধ্যে সকল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে, সাধারন সম্পাদক পদ প্রার্থী মাও. মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি ভোটারদের প্রভাবিত করতে তাহার প্রতীকে সীলসহ নমুনা ব্যালট পেপার সরবরাহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মিলাদের নামে নির্বাচনী জনসভা ও খাবার বিতরণ করছে বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মাও. মো. শহিদুল ইসলাম বলেন, আমার ভুল হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না।
কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. বশির উদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সে এধরনের কাজ আর করবেনা বলে স্বীকারোক্তি দিয়েছে।